নিজস্ব প্রতিনিধি : ’কবিতার আলোয় কবিতার কাছে’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে নান্দনিক আয়োজনে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার অর্ধশতাধিক নবীন-প্রবীণ কবি অংশগ্রহণ করেছেন।
সাহিত্যের ছোট কাগজ ‘কোরাস’ এই কবিতা উৎসবের আয়োজন করেছে। শুক্রবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এরপর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে চা শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কাঠিনৃত্য ছিল বাড়তি আকর্ষণ।
শোভাযাত্রায় পৌর মেয়র ফজলুর রহমান, কবিতা উৎসব আয়োজক কমিটির সভাপতি মুজাহিদ আহমদ, কবি আসাদ মান্নান, লোক গবেষক মাহফুজুর রহমান, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু ও গবেষক আহমদ সিরাজ উপস্থিত ছিলেন।
উৎসব কর্মসূচিতে রয়েছে, কবিকণ্ঠে কবিতা পাঠ, ভ্রমণে প্রকৃতি দর্শন, কবিতা আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply