বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ এন্ড ইম্পাওয়ারমেন্ট-কিউর ও সার্কাস্টিক স্কুলের যৌথ উদ্যোগে মৌলভীবাজারে দিনব্যাপী গ্রাফিতি ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১০ আগস্ট (২৬ শ্রাবণ) সকাল ৯টা থেকে শুরু হয়ে এই উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। কিউর ভলেন্টিয়ারদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিপুল উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, মূলত তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই আয়োজন করা হয়। নানান সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে এতে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি সম্মান জানান। সেইসঙ্গে বিজয় ও স্বাধীনতা ২০২৪ ইত্যাদির নানা বার্তা তুলে ধরে শিল্পীরা রঙ-তুলিতে স্বাধীনতা ফিরে পাওয়ার অনুভূতি আর নতুন বিজয়ের প্রতীক তুলে ধরেন।
কিওর সভাপতি মাহতাবুল ইসলাম উদয় জানান, মুখের ভাষাকে ছবির ভাষায় প্রকাশ করারই প্রয়াস ছিলো এটা। এই চিত্রকর্মগুলো সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা জাতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রতিফলিত হয়েছে।
Leave a Reply