মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দলিল লেখকদের উপর হামলা ও অর্থ লুটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা দলিল লেখক সমিতি।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি আব্দুল মছব্বির, কমলগঞ্জ উপজেলা সভাপতি বখতিয়ার হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ফজলুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, ১৬ নভেম্বর এখলাছুর রহমান আক্কাছ নামের এক ব্যক্তি মাইক্রোবাস ও প্রাইভেট কারে সন্ত্রাসী বাহিনী নিয়ে মৌলভীবাজার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক শেডে হামলা চালিয়ে প্রায় আড়াই লাট টাকা লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন দলিল লেখক আহত হন।
তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply