মৌলভীবাজার প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রণিপেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো আজম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।
পরে জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা গ্রহণ সহজ করতে সরকারি-বেসরকারি দফতরে ডিজিটাল পদ্ধতিতে সেবা দেয়া হচ্ছে। ফলে কাজের স্বচ্ছতা আসছে এবং জনগণও উপকৃত হচ্ছেন।
Leave a Reply