মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে তিন কলেজ ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির মামলায় প্রধান আসামি সহ ৪ যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার দিনগত মধ্যরাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে মামলার প্রধান আসামি নাবেদ সহ সায়েম, মুন্না ও লোকমানকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ গ্রেফতার। গ্রেফতারকৃত সবার বাড়ি শহরের সোনাপুর বড়বাড়ি এলাকায়।
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানিয়েছেন, ১৩ মে মৌলভীবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের তিন ছাত্রীকে বড়বাড়ি এলাকায় যৌন নির্যাতনের মামলায় এ ৪ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া তিন ছাত্রীর জবানবন্দি নেয়া হয়েছে।
Leave a Reply