নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক মিছিল করেছে।
‘শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’-এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শহিদমিনার প্রাঙ্গণে সচেতনতামূলক মিছিলের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অজয় সেন।
এদিকে মৌলভীবাজার পৌর এলাকায় মশক নিধন অভিযানে ফগার মেশিন ব্যবহার করে ঔষধ ছিটানো শুরু করেছে।
জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিকেলে সার্কিট হাউস প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন। পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা শাহজাহান কবির ও অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম।
পৌর মেয়র জানিয়েছেন, এডিস মশার উপদ্রব যতদিন থাকবে পৌর এলাকায় এ অভিযান ততদিন চলবে।
Leave a Reply