মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের দ্বারক এলাকায় ব্যবসায়ী ফারুক আহমদের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
শনিবার ভোর রাতে ডাকাত দল প্রথমে বাসার নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে বাসার দক্ষিণ দিকের জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ফারুক আহমদ জানান, রাত সোয়া ৩টার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতদের পরনে ছিল হাফ পেন্ট। মুখে ছিল মুখোশ। তাদের হাতে ছিল চায়নিজ কুড়াল ও রামদা।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজার মডেল থানার ওসি আকিল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply