মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসন আয়োজিত জেলা কৃষি ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত জেলা কৃষি ও প্রযুক্তি মেলার শেষদিন রবিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস আকন্দ, কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া, প্রাণী সম্পদ কর্মকতা এ বি এম সাইফুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন। পরিচালনায় ছিলেন, সহকারী কৃষি কর্মকর্তা অবিনাশ চন্দ্র দাশ।
Leave a Reply