মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, পৌরসভা, জেলা পরিষদ ও জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক মিছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সংসদ সদস্য আব্দুল মতিন, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ ও পৌর মেয়র ফজলুর রহমান।
Leave a Reply