মৌলভীবাজার প্রতিনিধি : ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’-এ স্লোগান নিয়ে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন এর আয়োজন করে। তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ডিজিটাল উদ্ভাবনী এবং বিজ্ঞান ও প্রযুক্তির ৩৫টি স্টল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ। সঞ্চালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
Leave a Reply