মৌলভীবাজার প্রতিনিধি : ‘নিরাপদ কর্ম পরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর শ্রীমঙ্গলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা শাহজাহান কবীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শক জাকির হোসেন।
Leave a Reply