মৌলভীবাজার প্রতিনিধি : জন সেবায় জনপ্রশাসন-এ স্লোগান মৌলভীবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষে হয়।
পরে সার্কিট হাউসের মুন হলে ‘তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও উদ্ভাবনী প্রদর্শন করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সৈয়দ আমজাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড মো ফজলুল আলী।
Leave a Reply