মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কাজী নজরুল ইসলাম বিশ্বাস করতেন, তিনি যে সাম্যবাদের স্বপ্ন দেখেন, ঔপনিবেশিক সমাজে তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই তিনি নতুন সমাজের স্বপ্ন দেখেছেন, যেখানে মৌল আদর্শ হবে তার সাম্যবাদ। তিনি বিশ্বাস করতেন, শ্রমিকরাজ প্রতিষ্ঠিত হলেই এ সাম্যবাদ আলোর মুখ দেখবে।
কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের তৃতীয় দিন শুক্রবার সকালে ‘সাম্যবাদী নজরুল’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড ফজলুল আলী। মুখ্য আলোচক ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নজরুল-গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। এছাড়াও আলোচক ছিলেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, ঢাকা নায়েমের উপ পরিচালক স্বপন নাথ ও মৌলভীবাজার নজরুল পরিষদের সভাপতি এমদাদুল হক মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম।
Leave a Reply