মৌলভীবাজার প্রতিনিধি : সারা দেশের ন্যায় প্রথমবারের মতো মৌলভীবাজারে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি হাতে নেয়।
মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় জেলা প্রশাসক তোফায়েল ইসলামের নেতৃত্বে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply