মৌলভীবাজার প্রতিনিধি : ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’-এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোকন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য হুসনেআরা ওয়াহিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ। পরিচালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন।
Leave a Reply