মৌলভীবাজার প্রতিনিধি : ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মজয়ন্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড ফজলুল আলী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর ও নাট্যকার আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম রচিত হামদ-নাত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
Leave a Reply