মৌলভীবাজার প্রতিনিধি : ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, বিসিকের উপ মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান এবং মৌলভীবাজার জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি বকসী ইকবাল আহমদ। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু সুফিয়ান।
Leave a Reply