মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পতিত জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কম্মদপুর গ্রামের বড়হাওরে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, কম্মদপুর গ্রামের তোতা মিয়ার পক্ষ ও ফকির বাড়ির পক্ষের মধ্যে পতিত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে দুই পক্ষের লেবাস মিয়া ও মনর মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লামুয়া গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে আব্দুল মালিক মিয়া (৫০) বুকে লাঠির আঘাতে ও কম্মদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে শফিকুর রহমান (২০) বুকে ছুরির আঘাতে ঘটনাস্থলে মারা যান। আহত হন ৩০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ৮ জনকে আটক করেছে।
Leave a Reply