জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সকল চা বাগান কর্তৃপক্ষকে চা শ্রমিকদের ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা পর্যায়ে ‘করোনা ভাইরাস’ সংক্রমণ ও প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজিয়া শিরিন এ নির্দেশ দিয়েছেন।
এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এতে মৌলভীবাজার জেলার সকল চা বাগানে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চা বাগানের পাট্টাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
দেশের ১৬৩টি চা বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় রয়েছে ৯২টি। এগুলোতে ছুটি ঘোষণা না করায় চা শ্রমিকরা নিয়মিত কাজ করছেন।
Leave a Reply