জুড়ী প্রতিনিধি : সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব না হওয়ায় ‘করোনা’র বিস্তার রোধে শ্রমিকদের মজুরি প্রদান সহ চা বাগান বন্ধের দাবিতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ১০ মিনিটের বিশেষ মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টার মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে জুড়ী উপজেলার রত্না চা বাগান ও কাপনা পাহাড় চা বাগান সহ জেলার চা বাগানগুলোয় সামাজিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনও এক বিজ্ঞপ্তিতে চা-শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, মানববন্ধন শেষে চা শ্রমিকরা কাজে যোগ দেন।
Leave a Reply