মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মৌলভীবাজারে গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ শীর্ষক একদিনের কর্মশালা আনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের সার্কিট হাউসের মুন হলে এ কর্মশালার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার স্থানীয় সরকার উপ পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে গ্রাম আদালত পরিচালনায় করণীয় নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মো. মাহাবুব উল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল আমিন ও ব্লাস্ট মৌলভীবাজার জেলার সমন্বয়কারী মো. কামাল হোসেন।
কর্মশালায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৪টি উপজেলা বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়ায় গ্রাম আদালতে জুলাই ২০১৭ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত মোট ৭ হাজার ৩৩৩টি মামলা দায়ের হয়েছে। নিষ্পওি হয়েছে ৭ হাজার ১৩৫টি। মামলাগুলোর মধ্যে সরাসরি ইউপিতে দায়ের হয়েছে ৭ হাজার ১০১টি এবং জেলা আদালত থেকে প্রেরিত হয়েছে ২৩২টি। জেলায় গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯৭ শতাংশ। মামলা দায়েরকারীদের পুরুষ ৬৫ শতাংশ আর নারী ৩৫ শতাংশ। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে দেওয়া হয়েছে।
Leave a Reply