বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
সকালে জেলার বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলার বৃহত্তম ও দৃষ্টিনন্দন হজরত সৈয়দ শাহ মোস্তফা টাউন ঈদগা মাঠে। মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে এখানে তিনটি জামাতে মুসল্লিরা নামাজ আদায় করেন।
সকাল সাড়ে ৬টায় প্রথম জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মুহিবুর রহমান। ছানি ইমামের দায়িত্ব পালন করেন হজরত শাহ্ মোস্তফা (র) দরগা জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি শামছুজ্জোহা।
তৃতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মনোয়ার জামে মসজিদের খতিব হাফিজ সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
প্রথম জামাতে নামাজ আদায় করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান এবং রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। এ সময় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র্যাবের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নামাজ শেষে দেশ ও জাতির সুখ ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply