মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের চৌমুহনায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ একটি মিছিল বের করে। কুসুমবাগ পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা হুসনে আরা ওয়াহিদ, আজমল হোসেন, ফজলুর রহমান, রাধাপদ দেব সজল, যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি।
এদিকে বিকেলে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ একটি মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। মিছিলটি বেরীরপাড় পয়েন্ট থেকে শুরু হয়ে পশ্চিমবাজার গিয়ে শেষ হয়।
Leave a Reply