মৌলভীবাজার প্রতিনিধি : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা পরপরই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী লুৎফুর করিম লাভলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন ) ।
বুধবার দুপুর ১২টার দিকে শহরের চৌমোহনা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অসুস্থতা বোধ করলে কাজী লুৎফুর করিম লাভলু তার ব্যবসা প্রতিষ্ঠান অনামিকা ক্রোকারিজের চলে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে দোকানের কর্মচারীরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ১২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পৌরসভার মেয়র ফজলুর রহমান হাসপাতালে গিয়ে সেখান থেকে মরদেহ বাসায় নিয়ে যান।
কাজী লুৎফুর করিম লাভলু স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
Leave a Reply