মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে কড়া নিরাপত্তায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান সহ ২১টি পদে ১১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে ভোটারের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক সাংসদ আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এম শাহিন, জেলা আওয়ামী লীগ সদস্য এম এ রহিম, প্রবাসী শাহাব উদ্দিন সাবলু, সোহেল আহমদ ও সাংবাদিক বকশী ইকবাল আহমদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২২ জন এবং সাধারণ সদস্য পদে ৮৬ জন প্রার্থী ছিলেন। কেন্দ্র ছিল ১৫টি। ভোটার ছিলেন ৯৫৬ জন। প্রতিটি কেন্দ্রের ভিতরে ও বাইরে ছিলেন আনসার ও পুলিশ সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া র্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে।
Leave a Reply