মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদের জন্যে অনলাইনে আবেদন করার সহজ পদ্ধতি নিয়ে ও অনলাইনে ডাটাবেইজ সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব আহসান কবির, মেহেদী হাসান ও প্রকল্প ব্যবস্থাপক উপ সচিব আশরাফুর রহমান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ প্রদান সহজীকরণের লক্ষ্যে ইতোমধ্যে ৮টি ডাটাবেইজ তৈরি করা হয়েছে।
অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন অবস্থায় ডাটা সংগ্রহে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা কাটিয়ে উঠা সম্ভব হবে।
Leave a Reply