মৌলভীবাজার প্রতিনিধি : ‘করোনা ভাইরাস’ সংক্রমণ আশংকায় সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটির ৩য় দিন শনিবার মৌলভীবাজার শহরের রাস্তাঘাট ছিল জনশূন্য। তবে সেনা ও পুলিশ সদস্যদের টহল অব্যাহত ছিল।
সিভিল সার্জন অফিসের হিসেব মতে, এ পর্যন্ত জেলার ৭টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০৪ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯৪ জন। বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন। মোতায়েন রয়েছে পুলিশ ও সেনা বাহিনী। মুদি দোকান ও ফার্মেসি ছাড়া অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার শহর ও গ্রামে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী প্রচারকাজ চালায়।
লে কর্নেল হানিফের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় টহল দেয় সেনা সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কমকর্তা শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
লে কর্নেল হানিফ জানান, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাবাহিনীর ৩টি দল কার্যক্রম পরিচালনা করছে ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সবাইকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
Leave a Reply