মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগের কমিশনার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কাজী জাহাঙ্গির কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ।
বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি ব্যবস্থার পুরো প্রক্রিয়াই তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে। ফলে কৃষকরা ঘরে বসেই কৃষি সংক্রান্ত নানা তথ্য বা সেবা পাবেন। সেজন্য কৃষকের ডাটাবেজ, কৃষি কাজের তথ্যগুলো আপডেট করা এবং ১ সেপ্টেম্বর থেকে কৃষি প্রডাক্টগুলো লাইভে নিয়ে আসা ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় এটুআই কৃষি টিম লিডার অতিরিক্ত উপ পরিচালক আজম উদ্দিন, এটুআই সংযুক্ত কর্মকর্তা ওবায়েদুল হক রেজা ও সাবাব ফারহান উপস্থিত ছিলেন।
Leave a Reply