মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
এবারের আয়কর মেলার স্লোগান হচ্ছে ‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’ আর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন।’
শুক্রবার এম সাইফুর রহমান অডিটরিয়ামে আয়কর মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উদ্বোধন শেষে সংসদ সংদস্য নিজের আয়কর প্রদান দেন।
কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার আবু সাইদ সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়াম্যান কামাল হোসেন ও পৌর মেয়র ফজলুর রহমান।
আয়কর মেলায় ইটিআইএন খোলা ও রিটার্ন গ্রহণের জন্য সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, কাস্টমস, সঞ্চয় অফিস ও পরামর্শ কেন্দ্র সহ ১২টি বুথ রয়েছে।
২০১৮-১৯ অর্থ বছরে মৌলভীবাজার জেলায় আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৯০ কোটি টাকা। আদায় হয় ৭৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এখন পর্য়ন্ত আদায় হয়েছে ২৩ কোটি টাকা।
Leave a Reply