মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের উপহার দিয়েছেন।
মারা যাওয়া এই দুজন হচ্ছেন, শেখেরগাঁওয়ের সৈয়দা আশরাফুন্নেচ্ছা ও ওয়াপদা রোডের মনসুফ আলী।
সোমবার বিকেলে স্বজনহারানো দুই পরিবারের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর উপহার এক ঝুড়ি ফল ও নগদ ৫ হাজার টাকা মারা দুজনের সন্তানদের হাতে তুলে দেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক ও আইসিটি তানিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এবং নেজারত ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার মো রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, করোনায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করতে প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ জন। এর মধ্যে রয়েছেন, সদরে ১৫ জন, শ্রীমঙ্গলে ৬ জন, রাজনগরে ২ জন, কমলগঞ্জে ২ জন, জুড়ীতে ২ জন, কুলাউড়ায় ১ জন ও বড়লেখায় ১ জন।
Leave a Reply