মৌলভীবাজার প্রতিনিধি : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মৌলভীবাজার জেলায়ও করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তাই প্রস্তুতি চলছে জোরেসোরে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মীর নাহীদ আহসান এ সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মৌলভীবাজারে প্রথম ধাপে ৩০ হাজার মানুষের জন্য ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে গত ২৯ জানুয়ারি। বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপন করা হয়েছে সুরক্ষা অ্যাপের নিবন্ধন বুথ। তবে যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না তারা স্থানীয়ভাবে বিভিন্ন বুথে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরো জানান, জেলার ৭টি উপজেলা মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে একযোগে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন. সিভিল সার্জন ডা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক মামুনুর রশিদ।
Leave a Reply