মৌলভীবাজার প্রতিনিধি : নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে বাংলাদেশের উত্তরণে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে প্রথম আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পরে কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে বের হয় জেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রসাশক তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও যুগ্ম সম্পাদক নৈশের আলী খোকন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী-সংগঠকরা অংশ নেন।
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা প্রেকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা সামছ উদ্দিন ও বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম।
Leave a Reply