মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে যোগ দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, আওয়ামী লীগের জেলা সহ সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাইফুর রহমান বাবুল ও আক্তারুজ্জামান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের নেতাকর্মীরা। পরে শিরণি বিতরণ করা হয়।
Leave a Reply