মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মৌলভীবাজারে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বুধবার সকালে মৌলভীবাজার ইপিআই ভবনে সিভিল সার্জন ডা সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডা নাঈমা জান্নাত।
সিভিল সার্জন জানান, প্রথম রাউন্ডে জেলায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৪৩ হাজার শিশুকে ১ হাজার ৬শ ৪৬টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কার্যক্রম সফল করতে ৬ হাজার ৪২ জন সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবেন।
এছাড়া বন্যা কবলিত এলাকায় এই কার্যক্রম পরিচালনা করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply