মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌর এলাকায় এডিস মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও লার্ভা ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওর্য়াডে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, পৌর মেয়র মো ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন. পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
পৌর মেয়র ফজলুর রহমান জানান, ১৫ দিনব্যাপী এই কর্মসূচিতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৫০জন পরিচ্ছন্নকর্মী কাজ করবে।
তিনি সবাইকে এডিস মশা থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, অফিস ও দোকান পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।
Leave a Reply