মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
বনবীথি এলাকার দোতলা বাসার দ্বিতীয় তলায় থাকেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল অলম খান অার নিচতলায় থাকেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো গোলাম মাওলা। সোমবার শেষ রাতে অতিরিক্ত জেলা প্রশাসক বাসার পূর্ব দিকের লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। এ সময় ডাকাতরা আশরাফুল অলম খান সহ বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে আটকে রাখে।
আশরাফুল অলম খান জানান, ৬-৭ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
একই সময় ডাকাত দলের অপরাংশ ব্যবসায়ী মো গোলাম মাওলার বাসায় দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রা সহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
গোলাম মাওলার মেয়ের জামাই আউয়াল আহমদ জানান, চিকিৎসার জন্য তার শ্বশুর ঢাকায় রয়েছেন। বাসা তালাবদ্ধ। ডাকাতরা দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply