মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়শা শাহনাজ রিনিকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে তার শাস্তি ও বদলি দাবি করে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার সকালে শহরের চৌমোহনায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অভিভাবক জুনেদ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বুলবুল আহমেদ ও আনকার মিয়া।
তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষিকা কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে বাথরুম পরিষ্কার করানো সহ সবধরনের কাজ করান। তাদের সাথে দুর্ব্যবহার করেন। এমনকি তাদেরকে মারধর করেন। অভিভাবকরা এর প্রতিবাদ করলে তাদেরকেও গালমন্দ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে।
Leave a Reply