মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বান্ধবীকে গণধর্ষণের কথা স্বীকার করে ৩ ধর্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশি অভিযানে গ্রেফতার ধর্ষক মুন্না, হুমায়ুন ও আকাশ এই অপকর্মের কথা স্বীকার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসক্লাবের সামনে একটি অটোরিক্সায় উঠে দুই বান্ধবী। কিছুক্ষণ পর ৪ যুবক অটোরিক্সাতে উঠে পর্দা টেনে দুজনের হাত বেঁধে ফেলে। পরে তাদেরকে জেলা স্টেডিয়ামের পেছনে পাহাড়ি এলাকার নির্জনস্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর পুলিশ রাতেই ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
Leave a Reply