বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংস্থা একতা স্পোর্টিং ক্লাব, কাজিরবাজারের উদ্যোগে সদর উপজেলার ১২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ৮ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ২৩তম একতা মেধা অন্বেষণ মরহুম সৈয়দ তরশেদ হোসেন ও মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সম্পাদক গাজী আবেদ ও পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ এবং বৃত্তিদাতা পরিবারের সদস্য সৈয়দ ইফতার হোসেন বাচ্চু, সৈয়দ মুহাম্মদ আলী, টিপু চৌধুরী ও ডা নিজাম চৌধুরী।
এছাড়াও পরীক্ষা পর্যবেক্ষণ করেন সাবেক শিক্ষক নূরুল হক, খয়রুল চৌধুরী, প্রতিভা চক্রবর্তী, আজাদুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুজ্জামান চুনু ও শিক্ষক নেতৃবৃন্দ।
সংগঠনটি গত ২৩ বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে মেধাবীদের উৎসাহ দিয়ে যাচ্ছে।
Leave a Reply