মৌলভীবাজার প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের খুশির দিন’ এই প্রতিবাদ্য দিয়ে মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদমিনার প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে শহীদমিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
Leave a Reply