বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে দৃষ্টিনন্দন পৌর ঈদগা ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল (২৮ চৈত্র) সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন।
প্রথম জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। ঈদের নামাজ পড়েন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুছ সালাম, পৌরসভার মেয়র মো ফজলুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো মিজানুর রহমান মিজান।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply