এ এস কাঁকন, মৌলভীবাজার : ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মৌলভীবাজারে উদযাপিত হচ্ছে।
মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে রবিবার সকালে সৈয়দ শাহ মোস্তফা (র) পৌর ঈদগা ময়দানে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন, মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো শামসুল ইসলাম।
এ সময় ঈদের শুভেচ্ছা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র মো ফজলুর রহমান।
এরপর সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত ও সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply