মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে পৌর জনমিলকেন্দ্র মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান সুমন ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।
এই কার্যক্রমের আওতায় ২৭ জুলাই পর্যন্ত মৌলভীবাজার পৌরসভায় মোট ৪ হাজার ৬ শ ২১ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে।
কার্যক্রম উদ্বোধন করে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, ভিজিএফ চাল বিতরণে যাতে কোন রকম অনিয়ম না হয় সেজন্য পৌর মেয়র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
মেয়র ফজলুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, পৌরসভার ও সেচ্ছাসেবীদের কঠোর পরিশ্রমে সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে চাল বিতরণ চলছে।
Leave a Reply