বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টায় সংগঠনের জেলা সভাপতি আল্লামা সৈয়দ ফয়জুল ইসলামের নেতৃতে বেরীরপাড় কার্যালয় থেকে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আহলে সুন্নত ওয়াল জামাত কর্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন আহমদ, আল্লামা শাহ আলাউদ্দিন ফারুকী, মুফতি ফারুক আহমদ, মাওলানা মুহিদ উদ্দিন মুছলে, মাওলানা মুহিবুর রহমান জালালী, মো তহিদুর রহমান, মাওলানা আব্দুর রউফ, হাফেজ মো আব্দল মুকিত, ওলিউর রহমান, হাফেজ যায়েদ রেজা প্রমুখ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply