মৌলভীবাজার প্রতিনিধি : ‘অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো ইফেকটিভ ডেলিভারি অব সার্ভিসেস, ইনোভেটিভ ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষে হয়।
পরে সাকির্ট হাউসের মুন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোকন উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী লুৎফুর বারী ও সিভিল সার্জন প্রতিনিধি ডা বিনেন্দু ভৌমিক।
জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সেবার মনোভাব নিয়ে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কাজ করতে হবে।
Leave a Reply