মৌলভীবাজার প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে শতাধিক পরিবার সোমবার ঈদুল আজহা উদযাপন করেছে।
সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিতহয়। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। বিভিন্নএলাকা থেকে আগত নারী ও পুরুষরা নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা এবং শ্রীমঙ্গল উপজেলায়ও আগাম ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
ঈদে তিনটি গরু কোরবানি দেয়া হয়।
আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফিজ মাজেদুল হক সজীব জানান, ৮ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
Leave a Reply