নিজস্ব প্রতিনিধি : হযরত শাহজালালের সঙ্গী তিনশ ষাট আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র) এর ৬৭৭তম ওরস মোবারক আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
সোমবার সকালে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র) এর মাজারে গিলাফ ছড়ানো হয়। বাদ জোহর করা হয় শিরণী বিতরণ। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় বাদ এশা। এতে বিভিন্ন জায়গা থেকে আসা মুরিদান ও ভক্ত-অনুরাগীরা যোগ দেন। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
এবারও ওরস উপলক্ষে দরগা প্রাঙ্গণে মেলা বসে।
Leave a Reply