মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের চৌমোহনায় কাজের উদ্দেশ্যে জড়ো হওয়া মাটিকাটার শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বৃহস্পতিবার সকাল ৭টায় ২০০ শ্রমিকের মাঝে প্যাকেট করা এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রতি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, নুডুলস আধা কেজি ও সয়াবিন তেল ২ লিটার।
এ সময় উপস্থিত ছিলেন, রেভিনিউ ডেপুটি কালেক্টর অর্ণব মালাকার, সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাদু মিয়া।
Leave a Reply