মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই কর্মী নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন হাসপাতাল সড়কে এম সাইফুর রহমান মিলনায়তনের পাশে ছাত্রলীগ কর্মী সুলতান মো শাবাব (১৮) ও মাহী আহমদ (১৬) আলাপরত অবস্থায় ছিল। এমন সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী দেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়। এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত সুলতান মো শাবাব শাবাব পুরাতন হাসপাতাল সড়কের আবু বকর সিদ্দিকীর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র। আর মাহী আহমদ দুর্লভপুর গ্রামের মো বিল্লাল মিয়ার ছেলে। সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো।
পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।
Leave a Reply