মৌলভীবাজারের অভিজাত হোটেল গ্রান্ড সুলতান রিসোর্টে অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের তিন দিনব্যাপী ‘ফ্যামিলি কনফারেন্স’ চলছে। এতে কোম্পানির সারাদেশের পরিবেশকরা পরিবার সহ অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার ফ্যামিলি কনফারেন্সের দ্বিতীয় দিন দুপুরে গ্রান্ড সুলতানের রুসনি মহলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের সেরা ১০ ডিলারকে এবং কর্মক্ষেত্রে পারদর্শিতার জন্যে ৭ বিক্রয় প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার তুলে দেন অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফজলে ফাহিম। এ সময় ন্যান্সি জহুরা বিনতে মুসা, উপদেষ্টা সামিউল আমিন ও গ্রুপ ম্যানেজার শেখ নিজাম সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply